শিরোনাম
সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন-চেসিস নম্বর পরিবর্তন করত তারা

চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেল চুরির পাশাপাশি চোরাই গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করতো ওরা। পরবর্তীতে ভুয়া সেলরিসিট তৈরি করে বিক্রি করে দিত বিভিন্ন কাস্টমারের কাছে। শনিবার রাতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর বাড্ডা ও বংশাল এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে চোরচক্রের মূলহোতাসহ ৫ জন সক্রিয় সদস্যকে। র‌্যাব বলছে,  তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলো, মূলহোতা আবু সাঈদ সিফাত (১৭), শাহারিয়ার হোসেন সামির (১৭), তানভীর হোসেন শিপন (১৭), মাহাফুজ (১৬) ও সোহান (১৯)।

র?্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য এবং আবু সাঈদ সিফাত এই চক্রের মূলহোতা। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চ্যাসিস নম্বর পরিবর্তন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর