সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধুর চিন্তাধারায় জীবনমান আরও উন্নত হোক : বঙ্গবন্ধু পরিষদ

প্রতিদিন ডেস্ক

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক মহান মে দিবস উপলক্ষে গতকাল দেওয়া এক যুক্ত বিবৃতিতে ‘বঙ্গবন্ধুর চিন্তাধারায় শ্রমজীবী-পেশাজীবী মানুষের জীবনমান আরও উন্নত হোক’-এই আশাবাদ প্রকাশ করেন। বাসস

দেশের মেহনতি মানুষসহ পৃথিবীর সব দেশের শ্রমজীবী মানুষকে অভিনন্দন ও তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাংলাদেশসহ পৃথিবীর সব শোষিতের পক্ষে ছিলেন। তাঁর লেখা বইগুলোতে এর অনেক প্রমাণ ছড়িয়ে আছে। তারা বলেন, বঙ্গবন্ধুর আন্তরিক উদ্যোগে স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের অঙ্গসংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যপদ অর্জন করে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর সরকার এ সংস্থার ছয়টি ভিত্তি নীতিমালা এবং মোট ২৯টি সনদের সব মেনে চলার দলিলে অনুস্বাক্ষর করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর