বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি ট্রেড ইউনিয়ন কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক

স্থায়ী মজুরি কমিশন গঠন করে অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। মহান মে দিবস উপলক্ষে সোমবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন চত্বরে মিছিল পূর্ব সমাবেশ থেকে এসব দাবি জানান সংগঠনের নেতারা। দাবিগুলো পড়ে শোনান সংগঠনের দপ্তর সম্পাদক সাহিদা পারভীন। ৯ দফা দাবির মধ্যে আরও রয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবা খাতে বেআইনি ধর্মঘট করলে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার প্রস্তাব করে জাতীয় সংসদে যে বিল উত্থাপন করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের নেতা মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নেতা মোবারক শিকদার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর