শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

মোংলায় ৭০৩ রিকন্ডিশন্ড গাড়ি খালাস

বাগেরহাট প্রতিনিধি

মোংলায় ৭০৩ রিকন্ডিশন্ড গাড়ি খালাস

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে দেশে দেখা দেওয়া ডলার সংকট কেটে যাওয়ায় মোংলা বন্দরে এসেছে ৭০৩টি রিকন্ডিশন্ড গাড়ি। ‘এমভি মালয়েশিয়া স্টার’ নামে একটি জাহাজে জাপান থেকে বৃহস্পতিবার মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে মালয়েশিয়ার পতাকাবাহী এ জাহাজটি। রাতেই গাড়িগুলো খালাস করা হয়েছে। ১৯ ও ২১ মে আরও দুটি বিদেশি জাহাজ গাড়ি নিয়ে আসবে বলে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা কাস্টম হাউস সূত্র জানান, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতার প্রভাব পড়ে বাংলাদেশেও। এ অবস্থায় ডলার সংকটের কারণে গাড়ি আমদানি কমে যায়। ফলে গত এক বছরে ৪০০ কোটি টাকা রাজস্ব হারায় মোংলা কাস্টম হাউস। নতুন করে গাড়ি আমদানি বাড়ায় এ বছর রাজস্ব বাড়বে।

এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, ডলার সংকট কেটে যাওয়ায় দেশে ফের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর