সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরাই হবেন প্রধান কারিগর

আইইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে প্রকৌশলীদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। প্রকৌশলীদের সুযোগ-সুবিধা দিতে হবে। প্রকৌশলীবান্ধব দেশ গঠন করতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরাই হবেন প্রধান কারিগর।’ গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আইইবি চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নেতারা এ কথা বলেন।  আইইবির প্রসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা বলেন, দেশ স্বাধীন হওয়ার আগেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গঠিত হয়েছে। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে প্রকৌশলীরা ভূমিকা অনস্বীকার্য পালন করেছেন। আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই প্রকৌশলীরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন। আগামীতেও যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রকৌশলীরা পাশে থাকবেন। আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু বলেন, প্রকৌশলীরা সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছেন। প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করলে এবং প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়ন করলে দেশের উন্নয়ন আরও শক্তিশালী হবে। আইইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর দফতরে প্রকৌশল উইং সৃষ্টিসহ আইইবির যে দাবিগুলো সংবাদ সম্মেলনে উপস্থাপন করেছে- তা বাস্তবায়ন হলে দেশ ও মানুষেরই কল্যাণ হবে। এই সময় উপস্থিত ছিলেন আইইবির  ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারীসহ আইইবির বিভিন্ন সেন্টার, সাব-সেন্টারের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর