সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

নতুন ধানে খুশি কৃষক

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

নতুন ধানে খুশি কৃষক

কুমিল্লার মাঠে দুলছে বিনা ধান-২৫। যাকে কৃষকরা বলছেন আসল মিনিকেট! এই ধানের চাল মিনিকেটের মতো চিকন। স্বাদ ভালো। এর দাম তুলনামূলক ভালো হওয়ায় কৃষকরা এই ধান চাষে ঝুঁকছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুন্দারঘোড়া এলাকায় কৃষক সমাবেশে এ তথ্য জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান গবেষক ড. সাকিনা খানম। সভাপতিত্ব করেন বিনা কুমিল্লা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আশিকুর রহমান। জানা যায়, বিনা ধান-২৫ এর চাল মিনিকেটের মতো চিকন ও লম্বা। এবার কুমিল্লার ১৭ উপজেলার ১৮ হেক্টর জমিতে প্রথম এই জাতের ধান চাষ করা হয়। বাজারে দাম বেশি হওয়ায় এই ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন কুমিল্লার কৃষকরা। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহিদা খাতুন বলেন, ফলন দেখে খুশি আমার ব্লকের কৃষকরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর