মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রাতের রিকশাচালকরাই ওদের টার্গেট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে ২৯ এপ্রিল রাতে রিকশাচালক সিজার হোসেনকে (২১) রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় তার রিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনার মূল পরিকল্পনাকারীসহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মূল পরিকল্পনাকারী বায়েজিদ (২২), রাসেল (২৪), হৃদয় হাওলাদার ওরফে সাইদুর (২৩), হুমায়ুন কবির (৩৫), হৃদয় (১৭) ও সেলিম (৩০)। হবিগঞ্জের মাধবপুর, বরিশালের কাজিরহাট, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে। গতকাল রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ৩০ এপ্রিল শ্যামপুর শিল্প এলাকার কদমতলী স্টিল মিলস (প্রা.) লিমিটেডের সামনে পাকা রাস্তার ওপর একটি অজ্ঞাত লাশ পায় পুলিশ। পরে শনাক্ত হলে মৃতের বাবা রবিউল ইসলাম কদমতলী থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) ছায়াতদন্ত শুরু করে। গ্রেফতার ব্যক্তিরা ২৯ এপ্রিল রাতে পরিকল্পনা করে ওই রাতে যে রিকশাটিই পাবে সেটিই ছিনিয়ে নেবে। এজন্য ছিনতাইকারী চক্রের সদস্য হৃদয়কে নাজিরাবাজার পাঠিয়ে দেওয়া হয়।

সিজারের চালিত অটোরিকশাটি ভাড়ায় ডেকে নিয়ে আসেন হৃদয়। রাত সাড়ে ১২টার দিকে শ্যামপুর শিল্প এলাকায় অপেক্ষায় থাকেন বায়েজিদ, রাসেলরা। রিকশাচালক সিজার হোসেন সেখানে পৌঁছানো মাত্র রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা পেয়ে সিজারকে লোহার রড দিয়ে মাথার পেছনে আঘাত করে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ও স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে তারা চলে যায় কদমতলী চিটাগাং রোডে। সেখানে তারা চক্রের সদস্য সেলিমের কাছে মাত্র ১৭ হাজার টাকায় বিক্রি করে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর