রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

অসাম্প্রদায়িক সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

অসাম্প্রদায়িক সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অসাম্প্রদায়িক যুক্তিবাদী সুষম সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তিনি জাতির পিতার কৃষিবান্ধব নীতির কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী কৃষিনীতি এবং সে আলোকে বর্তমান সরকারের গৃহীত বাস্তবমুখী পদক্ষেপের ফলে কৃষিতে আজ বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়েছে। গতকাল গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শৌভিক ভট্টাচার্য্য। সম্মানিত অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া স্বাগত বক্তব্য দেন এবং সাইটেশন পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। সমাবর্তনে সর্বমোট ২৩২০ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

সর্বশেষ খবর