রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

যবিপ্রবির ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

সনদ জাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত আট কর্মকর্তা ও কর্মচারীর সনদ জাল প্রমাণিত হওয়ায় তাদের ছয়জনকে বরখাস্ত ও দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের আইন ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়। গতকাল দুপুরে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সনদ যাচাই সংক্রান্ত তিনটি আলাদা কমিটি রিজেন্ট বোর্ডে তাদের প্রতিবেদন জমা দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আবদুর রশিদ এসব তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার জাহাঙ্গীর আলম, সাকিব ইসলাম, হাসনা হেনা, সিনিয়র ক্লিনার দিলীপ হরিজন, ক্লিনার বাসুদেব দাসকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। আর সেকশন অফিসার মহিদুল ইসলাম ও মেকানিক জাকির হোসেনকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে টেকনিক্যাল অফিসার হেলালুল ইসলামের বিষয়ে তদন্ত বোর্ডের প্রতিবেদন গ্রহণ করা হলেও আইনি জটিলতা থাকায় তা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর