বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ। বিকল্প খাদ্য উৎপাদন ও বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ও পুষ্টিকর ফসল চাষে তামাক চাষিদের উৎসাহিত করতে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তামাক নয়, খাদ্য ফলান’।

 তামাক উৎপাদনে কোম্পানির কূটকৌশল উন্মোচনও এবারের তামাকমুক্ত দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)-এর তথ্যে, তামাক চাষ টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি। বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ খুবই কম। মাত্র ৩ কোটি ৭৬ লাখ ৭ হাজার একর। অথচ তামাক চাষে ব্যবহৃত মোট জমির পরিমাণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম। বিশ্বের মোট তামাকের ১ দশমিক ৩ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। আর তামাক চাষের কারণে খাদ্যশস্য আবাদের জমি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। দেশের রবি মৌসুমের প্রধান খাদ্যগুলোর মধ্যে বোরো, গম ও আলু অন্যতম এবং এ মৌসুমেই তামাক চাষ হয়। এক একর জমিতে তামাক চাষ মানেই সেখানে খাদ্যশস্য উৎপাদিত না হওয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর