জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেটের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। নিজেদের স্বার্থে ও আইএমএফ-এর পরামর্শে যেভাবে কর আরোপ করা হয়েছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকাই কষ্টের হয়ে উঠবে। এই বাজেটের কারণে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গতকাল উত্তরার বিসিক মিলনায়তনে উত্তরা কালচারাল সোসাইটির ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জি এম কাদের এ কথা বলেন। উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি শেরিফা কাদের এমপি সভায় সভাপতিত্ব করেন। জি এম কাদের বলেন, সরকার জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে এই বাজেট বাস্তবায়ন করতে পারবে না। কারণ সম্পূর্ণ ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন হয় না। মানুষের গলায় রশি লাগিয়ে সরকার বাজেট অনুযায়ী ট্যাক্স আদায় করতে পারবে না। রিজার্ভ সংকটের কারণে বিদেশি ঋণ পাওয়াও সহজ হবে না।