সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা দুই দিনের রিমান্ডে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৪১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশা ও তার সহযোগী দেলোয়ার হোসেনের অস্ত্র ও বিস্ফোরণের দুই মামলায় এক দিন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম এ আদেশ দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতে পলানোর চেষ্টাকালে গত বুধবার রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে মোশা ও দেলোয়ারকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। কোর্ট পরিদর্শক বলেন, র‌্যাবের করা একটি অস্ত্র মামলায় এক দিন, পুলিশের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর একটি মামলায় এক দিন করে মোট দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা বর্তমানে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আছেন। তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডের জন্য নিয়ে যাবেন। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, বুধবার রাতে মোশা ও তার সহযোগী দেলোয়ারকে চার রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন এবং একটি পিস্তলসহ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলাসহ মোশা ও দেলোয়ারের বিরুদ্ধে থাকা অপর মামলাগুলোর নথি যুক্ত করে আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রবিবার শুনানির দিন ধার্য করে রাখেন। ১ জুন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, মোশা ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। এ জন্য তিনি তার অন্যতম সহযোগী দেলোয়ারকে নিয়ে ভূরুঙ্গামারীতে আত্মগোপনে যান। কিন্তু পালানোর আগেই তাদের গ্রেফতারে সক্ষম হয় র‌্যাব। মোশার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজি, মাদক, প্রতারণাসহ ৪১টিরও বেশি মামলা রয়েছে।

২৫ মে রূপগঞ্জে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২০-২৫ জন গুরুতর আহত হন। ওই ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা করে।

সর্বশেষ খবর