বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

টর্নেডোয় কয়েক ঘণ্টা বন্ধ আদানির বিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অংশে সঞ্চালন লাইনে সমস্যার কারণে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দুপুর ২টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরবরাহ শুরু হয়নি। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে বাংলাদেশ প্রতিদিনকে জানানো হয়, রাতেই বাংলাদেশ অংশের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করা হয়েছে। ১০টা-১১টার মধ্যেই আদানি কর্তৃপক্ষ পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে। পিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বাংলাদেশ আদানির বিদ্যুৎ গ্রহণ করে জাতীয় গ্রিডে দিয়ে থাকে। দুপুরে রহনপুরে শক্তিশালী টর্নেডোর আঘাতে সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হয়। আদানি কর্তৃপক্ষ অটো সেন্সরে এটি টের পেয়ে ক্ষতি কমাতে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেয়। সাধারণত একটি বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলে সচরাচর পূর্ণোদ্যমে চালু হতে ৭২ ঘণ্টা লাগে। কিন্তু আধুনিক প্রযুক্তির জন্য এখন আরও দ্রুত কেন্দ্রটি চালু করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় ঢাকায় লোডশেডিং আরও ৩০০ মেগাওয়াট বেশি হয় বলে জানা যায়। আদানি গ্রুপের এ বিদ্যুৎ কেন্দ্র থেকে পিডিবি কয়েক মাস ধরে গড়ে ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর