অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিল এবং ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নেতা আইউব আলী, শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সংসদে শ্রমমন্ত্রী যে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩ উত্থাপন করেছেন তা ন্যূনতম গণতান্ত্রিক চেতনার পরিপন্থী ও শ্রমিক স্বার্থবিরোধী। এ বিল পাস হলে বাংলাদেশের কোনো কর্মক্ষেত্রে কেউ ধর্মঘট করতে পারবে না। এ আইন শ্রমিকের মতপ্রকাশের অধিকারের ওপর নগ্ন আক্রমণ ছাড়া কিছুই না।ধর্মঘট নিষিদ্ধের আইন পাস হলে সারা দেশে শ্রমিকরা একযোগে ধর্মঘটের ডাক দিয়ে এ আইন প্রতিহত করবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।
এর আগে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।