চট্টগ্রামের পটিয়া উপজেলার উম্মে আইমা আনিকা (১৩) ও নিসা আকতার (১৬) নামের দুই কিশোরী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকায় খালারবাড়িতে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় দুই কিশোরীর স্বজন মোহাম্মদ মিজানুর রহমান থানায় জিডি করেছেন। চান্দগাঁও থানার এসআই হেলাল উদ্দিন বলেন, ‘দুই কিশোরী নিখোঁজ থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমাদের একাধিক টিম তাদের উদ্ধারের জন্য কাজ করছে।’ নিসার বড় বোন জয়নব বিবি জানান, নিখোঁজ দুজনই পটিয়ার হযরত আয়শা ছিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদরাসার শিক্ষার্থী। আনিকা ষষ্ঠ এবং নিসা অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন দুজনই মাদরাসায় গিয়ে কর্তব্যরত শিক্ষককে বোনের বিয়ের কথা বলে ছুটি নেয়। পরে তারা বাড়ি না ফিরে আনিকার খালারবাড়ি চলে যায়। খবর পেয়ে বিকালের দিকে আনিকার মামা নাজিম উদ্দিন তাদের আনতে গেলে তারা সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
থানায় জিডি করা মোহাম্মদ মিজানুর রহমান জানান, আনিকার মামা নাজিম তাদের নিতে এসে একটু শাসন করেন। তারপর দুজনকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি ঠিক করছিলেন। এ অবস্থায় নাজিমকে ফাঁকি দিয়ে ওরা সেখান থেকে সরে যায়। চট্টগ্রামে অন্য আত্মীয়দের বাসায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। এ জন্য জিডি করা হয়েছে।