নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে।
সকাল ৮টায় চিত্রশিল্পী এস এম সুলতানের রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। দুপুর ১২টায় স্মৃতি সংগ্রহশালায় এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ, সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী, এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফসহ চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন। পরে শিশুস্বর্গে সুলতানের জীবন ও কর্মের ওপর শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনী, শিশুদের নিয়ে চিত্রকর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার, অসাম্প্রদায়িক এই শিল্পী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।