বঙ্গবন্ধুকে ‘তাচ্ছিল্য’ করে বক্তৃতা দেওয়ায় কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। শুক্রবার রাতে অ্যাডভোকেট মো. রফিকুল হাসান খান বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই অভিযোগ করেন। মামলায় সাক্ষী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ ১৫ আওয়ামী লীগ নেতা।
গত বুধবার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু বঙ্গবন্ধুকে ‘তাচ্ছিল্য’ করে বক্তৃতায় বলেন, ‘বঙ্গবন্ধুর জানাজায় ১৭ জন লোক হয়েছিলেন। ঢাকায় অনুমতি পেলে সাঈদীর জানাজায় ১৭ লাখ লোক হতো। প্রধানমন্ত্রীর বাবার চেয়ে ড. ইউনূসকে মানুষ বেশি চেনেন’।
এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, হয়রানি করতেই মামলা দেওয়া হয়েছে। যাতে আন্দোলন সংগ্রামে অংশ নিতে না পারি । তবে এসব মামলা দিয়ে আমাকে দমানো যাবে না।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুর নামে থানায় লিখিত অভিযোগ জমা হয়েছে বলে স্বীকার করেছেন।