মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষার্থীদের ভালোবাসায় এক শিক্ষকের ফেরার গল্প

কুমিল্লা প্রতিনিধি

শিক্ষার্থীদের ভালোবাসায় এক শিক্ষকের ফেরার গল্প

সুস্থ হয়ে প্রিয় শিক্ষক ফিরেছেন স্কুলে। তাই শিক্ষার্থীদের আনন্দের সীমা নেই। গতকাল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভোগই আদর্শ উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. জহীর উদ্দিন সুস্থ হয়ে ফিরে আসায় তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। স্কুল সূত্রে জানা যায়, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের সংসারে সিনিয়র সহকারী শিক্ষক মো. জহীর উদ্দিন একমাত্র উপার্জনকারী। সাদামাটা জীবন পার করা এই শিক্ষক হৃদরোগে আক্রান্ত হন। ওপেন হার্ট সার্জারিতে ৭-৮ লাখ টাকার চিকিৎসা খরচের প্রয়োজন হয়। খরচ জোগাতে না পেরে দুশ্চিন্তায় দিন পার করছিলেন তিনি। শিক্ষক জহীর উদ্দিনের অসুস্থতার খবরে এগিয়ে আসেন সাবেক শিক্ষার্থী, এলাকাবাসী, প্রবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। সম্মিলিতভাবে সংগ্রহ করেন প্রায় ১০ লাখ টাকা। সেই টাকায় প্রিয় শিক্ষক ঢাকায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরায় হাসি ফুটেছে সবার মুখে। প্রায় দুই মাস চিকিৎসা শেষে সোমবার বিদ্যালয়ে ফেরায় শিক্ষক জহীর উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস ভুইয়া

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর