মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পূর্বাচলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে : রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে : রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেছেন, রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে। এই সেন্টার নির্মাণে পেশাদারি প্রতিষ্ঠান স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্বাক্ষর হবে। আমি বিশ্বাস করি এটি আন্তর্জাতিকমানের কনভেনশন সেন্টার হবে। গতকাল রাজউক সভাকক্ষে পূর্বাচল আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (এআইবি) সঙ্গে রাজউকের সমঝোতা স্বারক (এমইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকায় সরকারি কয়েকটা আন্তর্জাতিকমানের কনভেনশন সেন্টার রয়েছে। উন্নয়নশীল দেশের মানদে  আরও কয়েকটা কনভেনশন সেন্টার হওয়া উচিত। সেদিক বিবেচনা করে আমাদের এমন উদ্যোগ। পূর্বাচল নতুন শহর প্রকল্পের এক নম্বর সেক্টরের ১০২ নম্বর রাস্তার ৮.৪৭ একর আয়তনের সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত রেখে কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে।

সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষে সভাপতি স্থপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য (উন্নয়ন) মেজর (অব.) প্রকৌশলী শামসুদ্দিন আহমদ চৌধুরী, নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খানসহ নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর