মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রাবির নিয়োগ কার্যক্রমে ফের স্থগিতাদেশ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব নিয়োগ কার্যক্রমে ফের স্থগিতাদেশ জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, হাই কোর্টে একটা রিট করার কারণে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় এ নিয়ে কার্যক্রম শুরু করেছে। খুব শিগগিরই স্থগিতাদেশ উঠে যাবে। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, তৎকালীন উপাচার্যের সময় নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্থগিতাদেশ জারি করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু পরবর্তীতে জানা যায়, উক্ত নিয়োগ অনিয়মের বিষয়ে মহামান্য হাই কোর্ট ডিভিশনে ৭১২৩/২১ নং রিট পিটিশন মামলা চলমান আছে। পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিয়োগ কার্যক্রম স্থগিতাদেশ করা হয়েছে।

এর আগে, ২০২০ সালের অনিয়মের অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ কার্যক্রম স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর ২৫ জুলাই সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর