নিখোঁজের আট দিন পর সিলেটের জকিগঞ্জে আবদুল হামিদ (৩১) নামের এক যুবকের গলিত লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম কাজিরপাতন গ্রামের পার্শ্ববর্তী ধানখেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আবদুল হামিদ উপজেলার চারিগ্রাম কাজিরপাতন গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর আবদুল হামিদ বাড়ি থেকে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ১৩ নভেম্বর জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। গতকাল ধানখেতে পাওয়া গলিত লাশটি নিখোঁজ আবদুল হামিদের বলে শনাক্ত করেন তার স্বজনরা। জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, লাশে পচন ধরায় শরীরের কোথাও আঘাত শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ শনাক্ত করা সম্ভব হবে।