রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আগামী বছর থেকে বিশ্ববাজারের সঙ্গে জ্বালানির দাম সমন্বয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর থেকে বিশ্ববাজারের সঙ্গে জ্বালানির দাম সমন্বয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানির দাম সমন্বয় করা হবে। ২০২৪ সালের মার্চ-এপ্রিল নাগাদ প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয়ের কার্যক্রম শুরু হবে। গতকাল কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, প্রথমে সমন্বয় করা হবে পেট্রোল ও অকটেনের দাম। পরে বাকি জ্বালানির দামও সমন্বয় করা হবে। এ ছাড়া ইলেকট্রনিক যানবাহনের উদ্ভাবন এবং ব্যবহারে দেশে জ্বালানি সাশ্রয় হতে পারে বলেও আশা প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, গ্লোবালাইজেশনের জন্য যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশ একটি।

এ জন্য দেশকে বাঁচাতে উদ্ভাবনী আবিষ্কারের মাধ্যমে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর আরও শক্ত করতে হবে। নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে তরুণদের উদ্ভাবনী চিন্তার প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর