রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ফারহান আহসান চৌধুরী (২১) নামের ওই শিক্ষার্থীর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। মঙ্গলবার সন্ধ্যায় খিলগাঁওয়ের উত্তর গোড়ান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, ফারহান আহসান চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি উত্তর গোড়ান এলাকার আহসান রাকিব চৌধুরীর ছেলে।
গতকাল ঢামেকে ফারহানের মামা মো. ফাহিম ফয়সাল বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় বাসায় ফিরে নিজের রুমের দরজা বন্ধ করে রাখে ফারহান। পরে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি সে প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। এরপর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।