অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে তিনি এ আহ্বান জানান। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ ও অন্য নেতাদের দেশে আগমন উপলক্ষে তাঁদের নিয়ে কবর জিয়ারত করেন তিনি। এ সময় ডা. জাহিদ বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সংসদীয় আসন অনুযায়ী নির্বাচন হয়ে আসছে। কেউ চাইলেই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চাপিয়ে দিতে পারবে না। জনগণ সিদ্ধান্ত নেবে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে। আর সংবিধান অনুযায়ী যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে আছে, তা অব্যাহত থাকবে বলে মনে করে বিএনপি।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে দেওয়া ৩১ দফায় আছে, বিএনপি কী ধরনের সংস্কার চায়। সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। সাংবাদিকের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ভারত একটি স্বাধীন দেশ। ভারত তার দেশকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য দেবে, এটা আমার মনে হয় না। ভারতের রাজনীতিবিদ ও সরকার এত বোকা বলে আমি বিশ্বাস করি না। যারা এ ধরনের খবর ছড়াচ্ছেন তারা মাঠ গরম করার জন্য এগুলো করছেন।