সরকার পরিচালনা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের আয়ের বড় জোগান দেয় রাজস্ব খাত। তাই বরাবরই এ খাতের গুরুত্ব বেশি। সরকারের নজরও থাকে রাজস্ব আয় বাড়ানোর দিকে। তবে রাজস্ব আদায়ে ভালো যাচ্ছে না চলতি অর্থবছর। জুলাই মাসজুড়ে আন্দোলন ও আগস্টে ক্ষমতার পালাবদলের পর আইনশৃঙ্খলার অবনতির কারণে ব্যবসাবাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, রাজস্ব আদায়ে তার প্রভাব এখনো কাটেনি। ফলে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বরে রাজস্ব আহরণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৩ হাজার ৪০৮ কোটি টাকা বা ২ দশমিক ৬২ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
এনবিআরের তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় খাতওয়ারি রাজস্ব আদায় কমছেই। গত বছরের নভেম্বরের তুলনায় এ বছর নভেম্বরে আমদানি শুল্ক কমেছে ১৪ দশমিক ১১ শতাংশ। আমদানি পর্যায়ে ভ্যাট কমেছে ১৬ দশমিক ১৭ শতাংশ। আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক কমেছে ৬ দশমিক ৮৮ শতাংশ। এ ছাড়া স্থানীয় পর্যায়ে ভ্যাট কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ। স্থানীয় পর্যায়ে সম্পূরক শুল্ক কমেছে ২ দশমিক ০১ শতাংশ। টার্নওভার ট্যাক্স কমেছে ৪০ দশমিক ৪৮ শতাংশ। আয়কর কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ। ভ্রমণ কর কমেছে ৪৪ দশমিক ৬৪ শতাংশ। জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। মূলত আয়কর, ভ্যাট এবং আমদানি ও রপ্তানি শুল্ক থেকে এ আয় আহরণের পাশাপাশি অন্যান্য উৎস থেকে ৬১ হাজার কোটি টাকা আসবে বলে ধরা হয়েছিল। কিন্তু প্রথম মাস থেকেই জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ করতে পারছে না। অর্থবছরের পাঁচ মাস পরও একই অবস্থা বিরাজ করছে।
রাজস্ব আহরণের গতি ফেরাতে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে সরকার অর্থবছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে। এতে কতটা সুফল পাওয়া যাবে সে প্রশ্ন রয়েই যাচ্ছে।
এনবিআরের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৯ হাজার ১৪ কোটি টাকা। পাঁচ মাসে এনবিআর রাজস্ব আহরণ করেছে ১ লাখ ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আহরণ হয়েছিল ১ লাখ ৩০ হাজার ১৮৫ কোটি টাকা। এক মাস বিবেচনায় গত অর্থবছরের নভেম্বরের চেয়ে চলতি অর্থবছরের নভেম্বরে রাজস্ব আদায় ৮ দশমিক ৯৫ শতাংশ কমেছে। গত অর্থবছরের নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৮৫০ কোটি টাকা। আর চলতি অর্থবছরের নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে ২৫ হাজার ৩৫৯ কোটি টাকা। আর চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা আমলে নিলে দেখা যায়, প্রথম পাঁচ মাসের জন্য রাজস্ব আদায়ের যে লক্ষ্য ছিল, এনবিআর তার থেকে পিছিয়ে আছে ৪২ হাজার ২৩৭ কোটি টাকা।