জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আগামী রবিবার। জাতীয় পর্যায়ে কবির জন্মজয়ন্তী উদ্যাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কুমিল্লা ও ঢাকাসহ দেশব্যাপী নানান কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণ অভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’। ২৫ মে বিকাল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজনের উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এতে বিশেষ অতিথি থাকবেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কবি নাতনি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী। এতে স্মারক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’ এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আলোচনা পর্ব শেষে শুরু হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ নিবেদন ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিন ২৬ মে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে ও সব শেষে পরিবেশিত হবে নাটক ‘সেতুবন্ধ’। পরিবেশনায় থাকবে বাঁশরি রেপার্টরি থিয়েটার।