সুনামগঞ্জ শহরের একটি আবাসিক এলাকায় ভাড়া দিতে নির্ধারিত সময়ের তিন দিন দেরি করায় ভাড়াটিয়াদের সকাল থেকে দুপুর পর্যন্ত তালাবদ্ধ করে রাখেন মালিক। তালাবদ্ধ অবস্থায় একজন এইচএসসি পরীক্ষার্থীসহ নারী-শিশু ছিলেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। জেলা শহরের রায়পাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাড়ি মালিকের নাম ইউসুফ চৌধুরী। তার বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভাড়াটিয়া ইমন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। ইউসুফ চৌধুরী বলেন, মালিক হিসেবে সময় মতো বিদ্যুৎ বিল, গ্যাস বিল পরিশোধ করতে হয়। বাসা ছাড়তে তাদের এক বছর আগে নোটিস দিয়েছি। তারা ছাড়ছে না। আবার নিয়মিত ভাড়াও দিচ্ছে না। নিরুপায় হয়ে তালা দিয়েছি।
সদর থানার ওসি আবুল কালাম বলেন, রায়পাড়ায় ভাড়াটিয়াদের তালাবদ্ধ করে রাখা হয়েছে শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে নিয়ে বাসার মালিককে ফোন করে তালা খুলে তাদের উদ্ধার করা হয়। ঘরে আটকা পড়া শিক্ষার্থী ইমন বর্মণ জানান, আমার অসুস্থ মা-স্ত্রীসহ পরিবারের সবাইকে ভিতরে রেখে মালিক তালা লাগিয়ে চলে যান। তালাবদ্ধ অবস্থায় জানালা দিয়ে প্রতিবেশীদের ডেকে বিষয়টি জানাই। তারা থানায় খবর দেন। প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, এই এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনো ঘটেনি। সামান্য টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে কীভাবে। অন্য প্রতিবেশী স্বপন চন্দ্র বলেন, ঘরে আটকে থাকা পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচি শুনে আমরা এসে দেখি বাইরে তালা লাগানো। মানুষের সমস্যা হতেই পারে। এমন আচরণ করা ঠিক হয়নি।