বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেনকে মাত্র ১৫ সেকেন্ডে ১৩ বার হাতুড়ির আঘাতে খুন করেন সহকর্মী মো. রাকিবুল ইসলাম রতন (২৫)। হত্যার ১২ ঘণ্টার মধ্যে রবিবার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার রতন শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া হত্যায় ব্যবহৃত চাকু, সেলাই রেঞ্জ ও সিসিটিভি উদ্ধার করে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান। এর আগে রবিবার গভীর রাতে শহরের রংপুর সড়কের দত্তবাড়ি এলাকায় অবস্থিত পাম্পের ক্যাশ কাউন্টারের ভিতরে এ খুনের ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের আবদুল করিমের ছেলে। জানা যায়, অভিযুক্ত রতন ও ইকবাল একই পাম্পে চাকরি করতেন। ইকবাল বিভিন্ন সময়ে পাম্পের তেল নিয়ে অনিয়ম করতেন। ঘটনার কিছুদিন আগে তেল অনিয়মের বিষয়টি অভিযুক্ত রতন পাম্পের মালিককে জানান। এ ঘটনায় ইকবাল সহকর্মী রতনের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে চর-থাপ্পড় ও মারধর করেন। এতে রতন ইকবালকে শায়েস্তা করার জন্য পরিকল্পনা করেন এবং সুযোগ খোঁজেন। একপর্যায়ে রবিবার গভীর রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় ইকবালকে হাতুড়ি দিয়ে হত্যা করে পালিয়ে যান রতন।