চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। এই ভাইরাসে আক্রান্ত অন্তত ৫৮টি দেশ।করোনায় চীনে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৯১২ জন। আর বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়াতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারী। তাদের একজনের বয়স ৬৪ এবং অন্যজনের ৩১।
আক্রান্তরা রাজধানী জাকার্তা থেকে দূরে জাভা উপশহরের পশ্চিমে ডেপোকে চিকিৎসাধীন। আক্রান্ত হওয়ার আগে তারা এক জাপানি নাগরিকের দেখা করেছিলেন। ওই জাপানি নাগরিক মালয়েশিয়া থেকে ইন্দোশিয়ায় যান। এদিকে মালয়েশিয়াতে করোনাভাইরাস হানা দিয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী আগুস তেরাওয়ান পুতরানতো এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন