মহামারী করোনাভাইরাস আতঙ্কে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের জন্য ভিসা বাতিল করেছে ভারত। চীনের বাইরে এসব দেশেও মহামারী আকারে ছড়াচ্ছে করোনাভাইরাস। পাশাপাশি প্যারাসিট্যামলসহ ২৬ ধরনের ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।
ভারতে মোট ৬ জনের করোনাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯ নামের নতুন এ করোনাভাইরাস।
বিডি প্রতিদিন/ফারজানা