নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল পর্যন্ত মারা গেছে ৩২০০ মানুষ এবং আক্রান্ত হয়েছে ৯২ হাজার, যার বেশিরভাগই চীনের। মোট ৭০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস গোত্রের সপ্তম প্রজাতির এ করোনাভাইরাস।
শুধু দক্ষিণ কোরিয়াতেই করোনাভাইরাসে মারা গেছে ৩২ জন এবং আক্রান্ত হয়েছে ৫,৩২৮ জন। ইরানে মারা গেছে ৭৭ জন এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৩০০ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯ নামের নতুন এ করোনাভাইরাস। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা