ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
তিনি এক টুইটার বার্তায় বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র সঙ্গে ইরানের ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা রয়েছে। তবে এ ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের শহরগুলো থেকে বের হওয়ার গেইটগুলোতে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আশা করছি আমরা সবাই মিলে এই ভাইরাসের মোকাবেলায় বিজয়ী হব। করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।
চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৮৬টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
বিশ্বে প্রায় ৯৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে ৫৫ হাজারে বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া এ পর্যন্ত তিন হাজার ৩৮৩ জন এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত