বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বর্ধিত ভবনে ১২ শয্যার করোনা ইউনিট চালুর প্রস্ততি চলছে। আগামী ২ দিনের মধ্যে নতুন এই ইউনিটটি চালুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
শুক্রবার বিকাল সোয়া ৩টায় তিনি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বর্ধিত ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জেলার প্রস্তুতির অংশ হিসেবে শের-ই বাংলা মেডিকেলে নতুন করোনা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব ইউনিটটি চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।
এ সময় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, গনপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সেলিম তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন