ইতালিতে মহামারী করোনাভাইরাসে মোট ১৯৭ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে যা কোনো একক দেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কভিড-১৯ নামের নতুন এ করোনাভাইরাসে ৪৯ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে এ পর্যন্ত ৪ হাজার ৬০০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদিকে, আজ শনিবার পর্যন্ত মহামারী করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এতে মারা গেছে ৩ হাজার ৭০ জন ব্যক্তি যার বেশিরভাগই চীনে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর ৭৫টির বেশি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা