ইতালিতে দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে সিরি'আ টুর্নামেন্ট। বাতিল কিংবা পিছিয়ে যাওয়ার পথে অলিম্পিক। করোনাভাইরাস আতঙ্কের প্রভাব বিশ্বজুড়ে খেলাধুলোর উপর পড়ছে। কিন্তু করোনার প্রভাব পড়বে না আসন্ন আইপিএলে। নির্ধারিত সূচি মেনেই হবে আইপিএলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
নির্বিঘ্নে আইপিএলের আয়োজন করা নিয়ে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। ইএসপিএন ক্রিকইনফোকে সৌরভ বলেন, "আইপিএল অন... বিসিসিআই সমস্ত রকমের প্রতিরোধ এবং প্রতিকারের (করোনাভাইরাস) জন্য প্রস্তুত।" যার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আইপিএল কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ