বিশ্বের অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকানে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। করোনাভাইরাস আক্রান্ত ইতালির মধ্যেই ভ্যাটিকানের অবস্থান। ইতালিতে বেশ কিছুদিন আগেই করোনাভাইরাস ধরা পড়ে। ইতালিতে করোনাভাইরাসে মারা গেছে ১৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। এবার ভ্যাটিকানেও পাওয়া গেছে করোনাভাইরাসের রোগী।
ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভ্যাটিকানের কেন্দ্রীয় সরকার ও সচিবালয়ের বেশ কিছু কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসের ঠাণ্ডা লেগেছিল। তিনি সেরে উঠছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ভ্যাটিকানের হেলথ ক্লিনিকে রোগী ধরা পড়ার পর সেইন্ট পিটার্স স্কয়ার খালি হয়ে গেছে। সবাইকে আশ্বস্ত করে বার্তা দিয়েছেন পোপ। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া
বিডি প্রতিদিন/ফারজানা