ইরানের রাজধানী তেহরানের জনসংখ্যার অন্তত ৪০ শতাংশ নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন দেশটির একজন সংক্রামক বিশেষজ্ঞ। তার মতে, আগামী ২০ শে মার্চের মধ্যে তারা এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
ইরানের রাষ্ট্রচালিত সংবাদপত্রের সঙ্গে সাক্ষাতকারে দেশটির জাতীয় ইনফ্লুয়েঞ্জা কমিটির সদস্য মাসুদ মর্দানি শুক্রবার এ মন্তব্য করেছেন। তিনি বলেন, একজন সংক্রামিত ব্যক্তির মাধ্যমে একইসঙ্গে চারজনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।
এদিকে ইরানের অ্যান্টি-করোনারি সেন্টারের সদস্য হামিদ সুরি রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকলে ভাইরাসটির সংক্রমণ মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যেতে পারে। হামিদ সুরি জানান, তিনি মর্দানির ধারণার সঙ্গে একমত নন। তিনি বলেন, করোনাভাইরাসের আঘাত ধীরে ধীরে কমে যাচ্ছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
বিডি প্রতিদিন/আল আমীন