কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত ৮০ রোগী শনাক্ত হয়েছেন।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। দেশটিতে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৫ জন, এখন পর্যন্ত কোন প্রকার মৃতের ঘটনা ঘটেনি। তবে চার জন সংকটপূর্ণ অবস্থায় আছেন।
কুয়েতে ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দুই সাপ্তাহ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি বেসরকারি সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রেস্তোঁরা, ক্যাফে, হল, শপিং সেন্টার, সিনেমা হল, ব্যাংক বন্ধ থাকবে (এটিএমএস উন্মুক্ত থাকবে)।
খবরে বলা হয় কুয়েতে কোন জরুরি অবস্থা জারি করা হয়নি, তবে শুধু মাত্র করোনাভাইরাস রোধে এই ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের সাথে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন