ঝালকাঠির রাজাপুরে বিদেশ থেকে আসা ৪ জনকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে সৌদি প্রবাসী ২ জন, চীন প্রবাসী ১ জন ও নেদারল্যান্ডস প্রবাসী ১ জন রয়েছেন।
রাজাপুর উপজেলা করোনাভাইরাস সম্পর্কিত কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেল জানান, বিদেশ-ফেরত এসব ব্যক্তিকে জ্বর, কাশি, সর্দি, বুকে ব্যথাসহ কিছু কিছু লক্ষণ দেখে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্য পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
তাদের নিজ বাড়িতে বিশেষ পর্যবেক্ষণে আছেন। তবে তাদের স্বাস্থ্যগত কোনো সমস্য নেই। এদের মধ্যে সৌদি আরব থেকে ৪ মার্চ দুই জন, সিঙ্গাপুর থেকে ৭ মার্চ ১ জন ও নেদারল্যান্ডস থেকে ৬ মার্চ দেশে এসেছেন। তারা সবাই ১৪ দিন পর্যাবেক্ষণে থাকবেন। আতঙ্কিত না হয়ে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন হতে বলেছেন তিনি।
ঝালকাঠি সিভিস সার্জন অফিস সূত্র জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সদর হাসপাতালের দুটি কেবিনে চারটি বেড, রাজাপুর, কাঠালিয়া ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। তাদের চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট কর্নার রয়েছে।
রাজাপুর উপজেলা করোনাভাইরাস সম্পর্কিত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, বিদেশ-ফেরত মানুষদের আমাদের কর্মীদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে তাদের নিশ্চিত করছি। এ পর্যন্ত ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্য কারও সাথে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। প্রচার-প্রচরণাসহ সচেতনামুলক কার্যক্রম পরিচালনা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন