ইউরোপের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য্যের দেশ সাইপ্রাস। প্রাকৃতিক কারণে এ দেশে তেমন একটা অসুস্থ কিংবা বড় ধরনের কোনো মহামারির মুখোমুখি হতে হয়নি দেশটির জনসাধারণকে। তবে এবার করোনাভাইরাস হানা দিয়েছে সাইপ্রাসে।
সাইপ্রাসের লিমাসল শহরে প্রথম একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত দুই সপ্তাহ ব্যবধানে বুধবার পর্যন্ত আরও ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭ জনে।
এদিকে, করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে সকল স্কুল-কলেজ সরকারিভাবে আগামী এক সাপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কন্সটেননিনোস লোয়ানো। সেই সাথে তিনি আগামী দুই সপ্তাহ কাউকে ঘরের বাইরে না যেতে পরামর্শ দিয়েছেন।
সাইপ্রাসের সকল সরকারি হাসপাতালে জরুরি সেবার জন্য আলাদাভাবে সেল গঠন করা করেছে। করোনাভাইরাসের ফলে সাইপ্রাসের টুরিস্ট ব্যবসা এবং রেস্টরেন্ট ব্যবসায় মারাত্মক্ভাবে প্রভাব ফেলেছে। ইতোমধ্যে অনেক দোকানপাট, সুপার মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে, সাইপ্রাসের প্রধানমন্ত্রী নিকোস এনাস্তাসিয়াডেস করোনার প্রভাব ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।
করোনা মোকাবেলায় ইতালির সাথে ডাক বিভাগের সকল কার্যক্রম স্থগিত এবং সকল প্রকার আমদানি এবং রপ্তানি বন্ধ করে দিয়েছে সাইপ্রাস।
খ্রিস্টানরা তাদের চার্চে গিয়ে প্রার্থনা করছেন করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন