নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, করোনাভাইরাস নিয়ে রাজনীতি করার কিছু নেই এবং আতঙ্কিত হবার কিছু নেই। দেশব্যাপী গত ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় সরকার প্রস্তুত আছে। আমরা এ করোনা ভাইরাসের কারণে মুজিব জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান কিছুটা ছোট করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গর্ব, অহংকার, চেতনা ও বিশ্বাস। এ মুজিব জন্মশতবার্ষিকীতে আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের শপথ নিতে হবে।
বৃহস্পতিবার দিনাজপুরের বিরল ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এলজিএসসি-৩ প্রকল্পের আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষিত দরিদ্র বেকার যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সাথে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে এবং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেনের সঞ্চালোনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুল ইসলাম, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, দিনাজপুর কলোনীপাড়া মহিলা সমিতির নির্বাহী পরিচালক জান্নাতুস সাফা শাহিনুর প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার