সারাদেশে আজ শুক্রবার থেকে মহামারী করোনাভাইরাসের সর্তকতামূলক প্রচারণা চালাবে আওয়ামী লীগ। আজ দলের নেতাকর্মীর হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচেতনতামূলক লিফলেট সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশে এ পর্যন্ত তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন এর মধ্যে দুই জন সুস্থ হয়ে উঠেছেন। মোট পরীক্ষা করা হয়েছে ১৮৭ জনের।
করোনার এখন পর্যন্ত কোনো টিকা আবিষ্কৃত হয়নি। প্রতিরোধই করোনা থেকে দূরে থাকার সর্বোত্তম পন্থা।
বিডি প্রতিদিন/ফারজানা