চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। এবার এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে আছেন অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন। বৃহস্পতিবার তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।
জানা গেছে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর করে অস্ট্রেলিয়া। সেখানে কুইন্টন ডি কক বাহিনীদের কাছে হোয়াইওয়াশ হয় অজিরা। সেখান থেকে দেশে ফিরে অসুস্থতা অনুভব করে ২৯ বয়সী অজিদের এই পেসার। পরে করোনা সন্দেহে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
অস্ট্রেলিয়া দলের চিকিৎসক জানায়, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
অন্যদিকে, আজ থেকে শুরু হচ্ছে দু'দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৫ মার্চ, দ্বিতীয় ওয়ানডে এবং এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ মার্চ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম