করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনাটা হয়তো বেশি হাইপারটেনশনের রোগীদেরই। একটি পর্যবেক্ষণের প্রেক্ষিতে এ কথা জানিয়েছেন চীনের পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের কর্মকর্তা দু বিন।
জানুয়ারির মাঝামাঝি থেকে উহানে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন বিন।
বিন দেখেছেন, উহানে করোনায় আক্রান্ত হয়ে জানুয়ারিতে যে ১৭০ জনের মৃত্যু হয়েছিল, তাদের অর্ধেকই ছিলেন হাইপারটেনশনের রোগী। করোনায় আক্রান্ত হওয়ার পর তারা আরও বেশি করে হাইপারটেনশনের শিকার হয়ে পড়েন। পরে তাদের মৃত্যু হয়।
তবে এই পর্যবেক্ষণের ভিত্তিতে কিন্তু কোনো গবেষণা হয়নি। ফলে এই পর্যবেক্ষণ কোনো আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নালেও প্রকাশিত হয়নি।
বিন বলছেন, ‘শুধু জানুয়ারিতেই যে ১৭০ জনের মৃত্যু হয়েছে উহানে, আমরা দেখেছি, তার অর্ধেকই ছিলেন হাইপারটেনশনের রোগী। এই সংখ্যাটাই পর্যবেক্ষণের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।’
বিন জানাচ্ছেন, করোনা আক্রান্তদের ক্ষেত্রে আগে থেকেই যে যে রোগের লক্ষণ মিলেছে, তার মধ্যে অন্যতম হাইপারটেনশনই। এটা নিয়ে এখনও গবেষণা হয়নি। তাই এখনও পর্যন্ত বলা যায়, এটুকু মনে হয়েছে, করোনায় আক্রান্তদের অবস্থার অবনতি ও মৃত্যুর জন্য যদি অন্য কোনো রোগের বড় অবদান থাকে, তা হলে সেটা হাইপারটেনশন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। সূত্র: আনন্দবাজার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন