প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে দুই জনের মৃত্যু হয়েছে। এর আগে কর্নাটকে মারা যায় একজন।
শুক্রবার দিল্লির এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী ওই নারী মারা যায়।
স্বাস্থ্য সচিব প্রীতি সুদানকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে ৬৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত ৫ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে ওই বৃদ্ধার ছেলে সুইজারল্যান্ড ও ইতালি গিয়েছিলেন। ২৩ ফেব্রুয়ারি ভারতে ফিরে আসেন। জ্বর ও কাশি হয়েছিল তার। রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরিবারের সকলেরই স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। তার পরই ওই বৃদ্ধা এবং তার ছেলেকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। তার পরই মৃত্যু হয় ওই বৃদ্ধার।
এর আগে, বৃহস্পতিবার রাতে কর্নাটকের কলবুর্গিতে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়েই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। দেশে ইতোমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন