বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। তারই জেরে এবার পিছিয়ে গেল আইপিএলও। ২৯ মার্চ শুরু হচ্ছে না এবারের আইপিএল। আপাতত ১৫ মে পর্যন্ত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
শনিবার মুম্বাইয়ে আইপিএল গর্ভনিং কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে ডাকা হয়েছে সব ফ্র্যাঞ্চাইজিদের। সেখানেই আইপিএলের ভবিষ্যত চূড়ান্ত হতে পারে।
আইপিএল পিছিয়ে যাওয়ায় ১২ বছরের প্রথা ভেঙে অন্য ফরম্যাটে হতে পারে এবারের টুর্নামেন্ট। পরিবর্তিত পরিস্থিতিতে সপ্তাহের প্রতিদিনই দু'টি করে খেলা করারও পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। বৈঠকে ডাকা সব ফ্র্যাঞ্চাইজি দল গুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। আবার দুটি-তিনটি ভেন্যুতে গোটা আইপিএল করার চিন্তাভাবনাও করছে সৌরভের বোর্ড। সেক্ষেত্রে পুণে এবং মুম্বাই কিংবা মোতেরা এবং রাজকোটে হতে পারে আইপিএল-১৩'র আসর। যার সিদ্ধান্ত পারে শনিবারের গুরুত্বপূর্ণ বৈঠকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ