চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরান। এর প্রভাব দেখা দিয়েছে ক্রীড়াঙ্গনেও। তারই জের ধরে ইতালি ও স্পেনের পথ ধরে এবার ঘরোয়া ফুটবলের বড় দুই আসর (লিগ ওয়ান ও লিগ টু) বন্ধ রাখার ঘোষণা দিল ফ্রান্সও। করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ফ্রান্সের দ্য প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি)।
শুক্রবার এলএফপি’র এক বিবৃতিতে জানানো হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে, গত বৃহস্পতিবার ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত তার অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ