স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। বুধবার টুইটারে অমিতাভ হাতে সিল দেয়া ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, মুম্বাইয়ে ভোটার কালি দিয়ে হাতে সিল দেয়া শুরু হয়েছে। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন, যদি আক্রান্ত হন পৃথক থাকুন।
প্রতি রবিবার অমিতাভকে দেখার জন্য তার বাড়ি জলসার সামনে ভিড় জমান ভক্তরা। কিন্তু করোনার কারণে ভক্তদের না আসার জন্য অনুরোধ করেন তিনি। এক টুইটে তিনি লেখেন, জলসা গেটের সামনে আসবেন না। আমি দেখা করতে আসব না। সতর্ক থাকুন। নিরাপদ থাকুন।
বলিউডের আরেক কিংবদন্তীতূল্য অভিনেতা দিলীপ কুমারও কোয়ারেন্টাইনে আছেন। ভারতের বেশ কয়েকটি রাজ্যে স্কুল, সিনেমা হল, শপিং মল, কলেজ বন্ধ। ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের বিনোদন পণ্যের শুটিংও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা