নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে বিদেশফেরত আরও ২৪ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলার ৬টি উপজেলাতে ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হলো। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
হোম কোয়ারেন্টাইনে নরসিংদী সদর উপজেলায় ১১ জন, পলাশ উপজেলায় ৩ জন, শিবপুর উপজেলায় ১৭ জন, মনোহরদী উপজেলায় ২ জন, বেলাব উপজেলায় ১ জন ও রায়পুরা উপজেলায় ১০ জন। এরা সবাই ইতালি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও দুবাইফেরত। হোম কোয়ারেন্টাইনে ৭ জন নারী রয়েছে। তবে নতুন ২৪ জনের অধিকাংশই ইতালিফেরত। তাদের সকলকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ বলেছে, করোনাভাইরাস বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে করোনাভাইরাসের গুরুত্বআরোপ করে আলোচনা করা হয়েছে।
যারা হোম কোয়ারেন্টাইনে যারা রয়েছেন, তারা যেন সাধারণ মানুষের সাথে না মিশে সেদিকে লক্ষ্য রাখার জন্য স্বাস্থ্য সহকারীদের নির্দেশ দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই এখন পর্যন্ত সুস্থ আছে। আর বুধবার বিকালে করোনাভাইরাস নিয়ে জেলা প্রশাসকের কার্য্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।
এদিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা রাখার সুবিধা আছে। একই সঙ্গে নরসিংদীর প্রধান দুটো চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট রাখা হয়েছে। তবে জেলার দুটি প্রধান চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে এখন পর্যন্ত কেউ ভর্তি হননি।
বিডি প্রতিদিন/আল আমীন