দেশে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৪ জন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, নতুন করে আক্রান্তদের একজন নারী ও ৩ জন বিদেশফেরত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম